প্রথম ধাপের ইসরাইল তাদের কারাগারে আটক ৭৩৫ জন বন্দিকে মুক্তি দেবে
- By Jamini Roy --
- 18 January, 2025
ইসরাইল ও হামাসের মধ্যে অবশেষে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি অনুমোদিত হয়েছে। ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলা এক বৈঠকের পর শনিবার ভোরে ইসরাইলের মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করে। ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী রবিবার (১৯ জানুয়ারি) থেকেই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম ধাপটি ছয় সপ্তাহের জন্য নির্ধারণ করা হয়েছে, যা ৪২ দিন স্থায়ী হবে। এই সময়ে হামাস ৩৩ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে নারী, শিশু এবং ৫০ বছরের বেশি বয়সি পুরুষ রয়েছেন। অন্যদিকে, ইসরাইল তাদের কারাগারে আটক ৭৩৫ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।
যুদ্ধবিরতির প্রথম ধাপ:
ইসরাইলের বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, রবিবারই যুদ্ধবিরতির প্রথম দিনে ৯৫ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। এদের মধ্যে রয়েছেন ৬৯ জন নারী, ১৬ জন পুরুষ, এবং ১০ জন অপ্রাপ্তবয়স্ক। বন্দিদের মুক্তির অপেক্ষায় থাকা ব্যক্তিদের তালিকাও প্রকাশ করেছে ইসরাইল।
ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, "ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকের পর ইসরাইল সরকার একটি যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তি রবিবার থেকে কার্যকর হওয়ার পথ তৈরি করেছে।"
চুক্তির দ্বিতীয় ও তৃতীয় ধাপ:
চুক্তির দ্বিতীয় ধাপে, যা প্রথম ধাপের ১৬তম দিনের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা, অবশিষ্ট ইসরাইলি বন্দিদের মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতির বিষয় এবং গাজা থেকে ইসরাইলি বাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহারের ইস্যু অন্তর্ভুক্ত থাকবে।
তৃতীয় ধাপে, উভয় পক্ষের মৃতদেহগুলোর আদান-প্রদান এবং গাজার পুনর্গঠনের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। পুনর্গঠন কার্যক্রম পরিচালিত হবে মিশর, কাতার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে।
গত ১৫ মাস ধরে গাজা এবং ইসরাইলের মধ্যে উত্তপ্ত সংঘাত চলছিল। অবশেষে, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হয়। ইসরাইল ও হামাস উভয়পক্ষই ১৫ জানুয়ারি এই চুক্তিতে একমত হয়।
এই চুক্তির মাধ্যমে ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর একটি দীর্ঘস্থায়ী শান্তির আশা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, চুক্তিটি কার্যকর হলে গাজার মানুষের জন্য স্বস্তি আসবে এবং ভবিষ্যতে এই অঞ্চলে স্থায়ী শান্তির সম্ভাবনা উজ্জ্বল হবে।